লালমাইয়ে দস্যুতার প্রস্তুতি কালে আটক ৩

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন   |   সারাদেশ

লালমাইয়ে দস্যুতার প্রস্তুতি কালে আটক ৩


কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাঁনিচো-কাঁচিকাটা নামকস্থান রবিবার দিবাগত রাতে তিনজনকে গ্রেফতার করে লালমাই থানা পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পশ্চিম অশ্বথতলার জহিরের ছেলে এমরান হোসেন, আলীশ্বর গ্রামের মৃত আজম শফিউল্লাহ এর ছেলে আবুল কালাম, শানিচোঁ গ্রামের মুকবুল আহমেদ মিন্টুর ছেলে আলী হাসান রনি।

জানা যায়, তারিন হাসান নামক এক ব্যক্তির কাছে থেকে স্বর্ণাল্কার, নগদ অর্থ লুটপাটের ঘটনায় সোমবার ৩০ সেপ্টেম্বর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এই ঘটনায় লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, গভীর রাতে দুস্যুতার প্রস্তুতি নেয়ার সময় লালমাই থানা পুলিশের একটি টহল দলের হাতে আটক হয় ৩ জন, তাছাড়া গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: